আমরা প্রত্যেকেই কমবেশি গেম খেলতে পছন্দ করি আর সবচেয়ে পছন্দের গেম এর মধ্যে ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে আমরা অনেকেই পছন্দ করি তবে অনেকেই আবার রেসিং এবং সারভাইবাল গেম খেলতে পছন্দ করে আজকের এই আর্টিকেলে জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম agungame.com ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন তাহলে জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম ও বাংলাদেশের নতুন গেম ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কারেন্ট চলে যাওয়ার পর কিংবা ইন্টারনেট না থাকলে আমরা অনেক অস্বস্তি বোধ করি তাই সময় কাটানোর জন্য বিভিন্ন অফলাইন বাংলাদেশী গেম খুঁজে থাকে কিন্তু সঠিক গেম খুঁজে পাই না তাই আপনাদের সবার সুবিধার্থে এখন এমন একটি জনপ্রিয় বাংলাদেশি গেম ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেটাতে আপনারা জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম ও বাংলাদেশের নতুন গেম ২০২৪ পেয়ে যাবেন।
ভূমিকা
বিনোদনের জন্য হোক কিংবা সময় কাটানোর জন্য প্রত্যেকেই গেম খেলতে বেশ পছন্দ করে। অনেকেই রেসিং গেম খেলতে পছন্দ করে অনেকেই আবার অ্যাকশন গেম খেলতে পছন্দ করে আবার অনেকেই ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে পছন্দ করে। বর্তমানে এখন কম্পিউটার গেম এর কথা বলতে গেলে GTA 5 সবচেয়ে জনপ্রিয় একটি গেম আর মোবাইলের কথা বলতে গেলে বর্তমানে জনপ্রিয় গেম হচ্ছে পাবজি।
আপনার যদি কম্পিউটার না থেকে থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে পাবজি গেম ইন্সটল করে খুব সহজেই পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষদের সাথে বসে থেকে খেলতে পারবেন। তো আপনি যদি বাংলাদেশের গেম খেলতে পছন্দ করেন তাহলে চলুন বাংলাদেশের নতুন গেম ২০২৪ এবং জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম agungame.com সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পৃথিবীর সেরা গেম কোনটি
আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা পৃথিবীর সেরা গেম কোনটি তা জানতে চেয়ে থাকে তাই তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে আপনার ভালো হবে জেনে রাখা উচিত পৃথিবীর সেরা গেম কোনটি। পৃথিবীর সবচেয়ে সেরা গেম হচ্ছে Grand Theft Auto V এই গেমটি মূলত কম্পিউটারে খেলতে হয় এবং মোবাইলে এই গেমটি চলে না কারণ এই গেমটির গ্রাফিক্স অনেক হাই।
আরো পড়ুনঃ ৫টি পদ্মা সেতু বাস গেম
আপনার কাছে যদি একটি ভাল কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি পৃথিবীর সেরা গেম Grand Theft Auto V খেলতে পারেন এই গেমটি সাইজ ৬৫ জিবি। এবার আসা যাক তাদের মোবাইল ফোন রয়েছে তারা কিভাবে মোবাইলের পৃথিবীর সেরা গেম খেলবেন। মোবাইলের গেম গুলোর মধ্যে বর্তমানে পৃথিবী সবচেয়ে সেরা গেম হচ্ছে PUBG যা অনেক জনপ্রিয় একটি গেম।
জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম agungame.com
তো আমরা বেশিরভাগ ছেলেপেলেরাই গেমার আমরা বেশিরভাগ মানুষই গেম খেলতে পছন্দ করি কিন্তু আমাদের মধ্যে কয়জন আমাদের নিজেদের দেশের গেম খেলেছি? আর হ্যাঁ নিজের দেশের গেম বলে না বাংলাদেশের এমন এমন গেম আছে যেসব গেম এখন পুরো পৃথিবীতে ফেমাস কিন্তু এই গেম সম্পর্কে আমরা অনেকেই জানিনা।
আমি জানি যে আপনি বাংলাদেশ থেকে আর্টিকেলটি পড়ছেন অথবা ইন্ডিয়ার কোন বেঙ্গলিস্টের থেকে আর্টিকেলটি পড়ছেন তো যেখান থেকেই এই আর্টিকেলটি পড়েন না কেন আজকে আমি আপনাদের জন্য জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম নিয়ে হাজির হয়েছে। যে গেমগুলো হবে সম্পূর্ণ নতুন আর এই গেমগুলো খেলে আপনারা অনেক ভালো ফিলিং পাবেন।
জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম গুলোর মধ্যে বেশ কিছু গেম রয়েছে Bus simulator কিছু গেম হবে Racing আবার কিছু গেম হবে Open world একদম Gta 5 এর মত। এই সেরা ৫টি বাংলাদেশি গেম গুলো সকল মোবাইলে এবং সকল ডিভাইসে খেলতে পারবেন তবে আপনার মোবাইলের ram যদি দুই থেকে তিন জিবির ওপর হয় তাহলে ভালো পারফরম্যান্স পাবেন তো চলুন বেশি দেরি না করে জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম এর নাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. Vehicles Simulator 3d: এই গেমটি বাংলাদেশের জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেমের মধ্যে সেরা একটি গেম। এ গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম। এই গেমটি ইন্ডিয়া তৈরি করলেও সম্পূর্ণ গাড়ি এবং অন্যান্য কিছু সবকিছু বাংলাদেশের মত তাই এই গেমটি বাংলাদেশি সেরা একটি গেম। গেমটিতে মোট ৭টি ম্যাপ রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোন ম্যাপ খেলতে পারবেন।
এছাড়া এই গেমটিতে পাঁচটি থেকে সাতটিরও বেশি মোড রয়েছে। এছাড়া এই গেমটিতে সকল ধরনের গাড়ি রয়েছে এবং গাড়িগুলোর সকল পার্টস কাস্টমার করতে পারবেন।
২. Bus Driving Bangladesh: এই গেমটি একদমই নতুন গেম। এই গেমটির মধ্যে প্রচুর পরিমাণে বাংলাদেশী বাস এড করা হয়েছে তাই আপনি চাইলে যেকোন পছন্দ অনুযায়ী বাংলাদেশের বাস কোম্পানি বাস চালাতে পারবেন। গেমটি বাংলাদেশি হওয়ায় বাংলাদেশী রোডে বাস ড্রাইভিং করার ফিল পাবেন। আর এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো।
৩.Battle net BD Mobile: এই গেমটি শ্যুটার গেম খুবই একশন একটি গেম এই গেমটির মধ্যে আপনার বন্ধুর সাথে একসাথে খেলতে পারবেন। এছাড়া এই গেমটির মধ্যে ক্যাম্পেন মোড রয়েছে যেখানে আপনারা গেমটির স্টোরি সহকারে সুন্দরভাবে খেলতে পারবেন আর এই গেমটির মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার চেঞ্জ করা যায় তাই আপনার পছন্দ অনুযায়ী ক্যারেক্টার নিয়ে খেলতে পারবেন।
৪. Bus Simulator Bangladesh: এটি একটি সম্পূর্ণ নতুন গেম। এবং এই গেমটিতে সম্পূর্ণ বাংলাদেশী ম্যাপ এবং রোড পাবেন এর পাশাপাশি যত ধরনের বাংলাদেশি বাস রয়েছে সব ধরনের পাশের স্কিন পেয়ে যাবেন এই গেমটির মধ্যে অর্থাৎ বাংলাদেশের যেকোনো বাস চালাতে পারবেন এই গেমটির মধ্যে এবং বাংলাদেশ হাইওয়েতে যে গাড়িগুলো চলে সেই সেই গাড়িগুলো এই গেমটির মধ্যে দেখতে পাবেন।
৫. Traffic Racer Russian Village: গেমটি বাংলাদেশি ডেভেলপ না হলেও অনেক কিছু বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে। এই গেমে ভিসার বড় একটি ভিলেজ দেখতে পারবা যেখানে তোমরা তোমাদের স্বপ্নের কার দেখতে পাবেন আর কার গুলো সত্যি অনেক অ্যামেজিং। আর কার নিয়ে অন্য কারের সঙ্গে তোমাদের রেস করতে হবে আর রেস করার সময় যত কাছ দিয়ে যেতে পারবা মানে অন্য কারের যত কাছ দিয়ে যেতে পারবা তত বেশি পয়েন্ট পাবা।
আর এই পয়েন্টগুলো দিয়ে তোমরা নতুন নতুন কার কিনতে পারবা। তো আপনি যদি কম এমবির মধ্যে হাই গ্রাফিক্স গেম খেলতে চান তাহলে গেমটি ইন্সটল করে খেলতে পারেন।
নতুন গেম 2024
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বোরিং হয়ে গেছে তাই আর কত পাবজি কিংবা ফ্রী ফায়ার খেলবে তাই মাঝেমধ্যে মাইন্ড রিপ্লেস করার জন্য নতুন গেম খেলা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি জানি যে ৯০% বেশির ভাগ্যে গেমাররি ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে পছন্দ করে কেননা এই ওপেন ওয়াল্ড গেম গুলোতে যা খুশি তাই করা যায় এবং খুবই একশন গেম হয়।
তাই এখন তোমাদের সুবিধার্থে এমন কিছু নতুন গেম এর নাম জানাবো যেগুলো খুবই হাই গ্রাফিক্স এবং খুবই জনপ্রিয় এবং আপনি চাইলে এই গেমগুলো সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন এই সালের অর্থাৎ নতুন গেম 2024 এ কি কি গেম রয়েছে সেই গেমগুলোর নাম জেনে নেওয়া যাক।
- Call of Duty: Warzone
- Gangs Town Story
- OWRC: Open World Racing Cars
- Delivery Food Sim- Japan Osaka
- Grand Thief Operations – GTO
- Wuthering Waves
- One Punch Man World
- Zenless Zone Zero
- AFK Journey
উপরের উল্লেখিত নতুন গেম 2024 তালিকার মধ্যে যে গেমগুলোর নাম জানিয়েছি সে গেমগুলো বেশিরভাগই প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে খেলতে পারবেন তবে এই গেমগুলো খেলতে হলে আপনার মোবাইলের ram কিছুটা বেশি হতে হবে তাছাড়া আপনি এই গেমগুলো ইসমলী খেলতে পারবেন না।
বাংলাদেশের নতুন গেম ২০২৪
এই নতুন বছরে অনেক গেম কোম্পানি নতুন নতুন গেম নিয়ে আসতেছে সেখানে আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই কারণ বাংলাদেশের এমন এমন কিছু গেম তৈরি করা আছে যেগুলো খেললে অবাক হয়ে যাবেন কারণ এরকম গেম বাংলাদেশে কখনো তৈরি করা হয়নি। তাই এখন আমি জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম আসছি যে গেমগুলো সম্পর্কে এর আগে কোন ভিডিও কিংবা আর্টিকেলে জানানো হয়নি।
এমনকি এই গেমগুলোর ছবি কিংবা ভিডিও আপনারা হয়তো দেখেননি একদম নতুন গেম এবং গেমের গ্রাফিক্স এবং স্টোরি জানবে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন এবং ভাববেন এটা আদৌ বাংলাদেশে গেম হতে পারে। তো চলুন বাংলাদেশের নতুন গেম এর নাম গুলো একে একে জেনে নেওয়া যাক।
১. Endless Dhaka: এই গেমটি আপনারা প্লে স্টোরে সম্পন্ন ফ্রিতে পেয়ে যাবেন এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম এবং এই গেমটি খুবই জনপ্রিয় একটি গেম সবাই খেলতে পছন্দ করে। এই গেমের মধ্যে আপনি হেলিকপ্টার সহ বিভিন্ন রকমের গাড়ি ড্রাইভিং করতে পারবেন এবং পুলিশের সাথে লড়াই করতে পারবেন। আর এই গেমটি হচ্ছ বাংলাদেশের নতুন গেমের মধ্যে সেরা একটি গেম।
২. Train simulator Bangladesh: এই গেমটা বাংলাদেশী অনেক জনপ্রিয় একটি গেম অলরেডি এই গেমটা কম্পিউটার ভার্সনে চলে এসেছে এবং অনেকেই খেলতেছে তাই যারা মোবাইল ইউজার রয়েছে তাদের জন্য সুখবর এই গেমটি আপনারা আপনাদের মোবাইলে খেলতে পারবেন এবং বাংলাদেশের ট্রেন চালাতে পারবেন।
৩. Desarena: এই গেমটি তৈরি করেছে কিওয়ার্ড প্রটেকশন একটি কোম্পানি। এই গেমটি হচ্ছে মাল্টিপ্লেয়ার একটি গেম অর্থাৎ অনলাইন একটি গেম যা আপনারা একজন আরেকজনের সাথে খেলতে পারবেন। এবং এই গেমটির খেলার নিয়ম হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে ফাইট করতে হবে অন্য সব গাড়িদের সাথে।
৪. Tears and Bullet 1971: এটি একটি ফাস্ট পারসন স্টোরি মোড গেম যেখানে আপনি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পাবেন এবং সেখানে আপনি ১৯৭১ সালের স্টোরি জানতে পারবেন এবং খেলতেও পারবেন। এই গেমটি শুধুমাত্র PC & xbox এবং PS4, PS5 এ খেলতে পারবেন।
৫. Rampage: এই গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম এই গেমটিতে আপনারা জানেন যে কোন কিছু করতে পারবেন। এই গেমটির স্টোরি অসাধারণ যা একবার খেলেই আপনার অনেক ভালো লাগবে। এই গেমটি তৈরি করেছে একটি ILLUSIVE নামে কোম্পানি এবং এটি একটি খুবই বড় গেম। এই গেমটির মধ্যে আপনারা দুই ধরনের মোড দেখতে পাবেন যেমনঃ মাল্টিপ্লেয়ার এবং স্টোরি মোড।
বাংলাদেশি গেম ডাউনলোড
আমরা অনেকেই অনেক দেশের গেম খেলে থাকি তবে আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বাংলাদেশী গেম খেলবে বেশ পছন্দ করেন তাদের জন্য বাংলাদেশী গেম ডাউনলোড করার জন্য বেশ কয়েকটি গেমের নাম এখন আপনাদের জানাবো যে গেমগুলো আপনাদের মোবাইলে ইন্সটল করে খেললে অনেক আনন্দ পাবেন।
আরো পড়ুনঃ বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ
বাংলাদেশের অনেক গেম রয়েছে তবে আমরা অনেকেই হয়তো জানি না। বর্তমান সময়ে বাংলাদেশ এমন এমন গেম তৈরি করছে যা কল্পনার বাহিরে। বাংলাদেশি গেম ডাউনলোড করার জন্য বাংলাদেশি গেমের নাম জানা খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন বেশি দেরি না করে বাংলাদেশের নতুন গেম এর নাম গুলো জেনে নেওয়া যাক। নিচে উল্লেখ করা সবগুলোই বাংলাদেশী গেম আপনার যেটা পছন্দ সেটাই ইন্সটল করে খেলতে পারেন।
- Battle Mobile Bangladesh UE5
- Bus Simulator Bangladesh
- Reality Escape
- Endless Dhaka
- Endless Runner
- Odommo Ekattor
- 71 Hit & Run
কম এমবির সেরা গেম ও ভালো গেম
অনেকেই ডিভাইস কিংবা এমবির কারণে কম এমবির সেরা গেম এবং ভালো গেম খুঁজে থাকে তাদের সুবিধার্থে এখন বেশ কয়েকটি কম এমবির সেরা গেমের নাম জানাবো যেগুলো ১০০ এমবির নিচে এবং আপনার মোবাইলে কোন প্রকার ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। কম এমবি গেমের সুবিধা হচ্ছে ব্যাটারির চার্জ কম লাগে এবং অনেকক্ষণ গেম খেলা যায় তাই অনেকেই কম এমবির গেম খেলতে পছন্দ করে।
আমরা অনেকেই রয়েছে যারা টাইম পাস করার জন্য কম এমবির গেম খুজে থাকি তাদের সুবিধার্থে নিজেকে বেশ কয়েকটি কম এমবি সেরা গেম ও ভালো গেমএর নাম উল্লেখ করা হলো।
- Stick Hero
- Brave Ninja
- Mekorama
- Dr Driving
- Shadow Skate
- Caveman Adventure
- Modern Sniper
- Endless Falling
- Singularity
- Dead Ahead
- The line Zen
- Chain Reaction
- Racing Moto
- Robot Strike 3D
- Modern Sniper
- BMX Boy
- Break the Prison
- Poly Path
- No One Dies
- Chess
- Sky Fighters 3D
- Cricket Black
- Speed Moto
- Crash Wheels
- Hoppenhelm
- Brick Game
- Flow Free
বাংলাদেশী বাস গেম
বাস গেম কেনা খেলতে চাই কেননা বাস গেম খেললে বাস চালিয়ে যে খান খুশি সেখানে যাওয়া যায় পাশাপাশি প্যাসেঞ্জার তুলে ভাড়া নেওয়া যায় যারা বাস গেম খেলে তারাই শুধুমাত্র বুঝতে পারে এই বাস গেম খেলে কেমন অনুভূতি এবং আনন্দ পাওয়া যায়। বেশিরভাগ বাস প্রেমিকরাই এই বাস গেমগুলো খেলতে পছন্দ করে। অনেক বাংলাদেশী তরুণ তরুণীরা বাংলাদেশী বাস গেম খুঁজে থাকে।
কেননা বাংলাদেশী বাস গেম গুলোতে বাংলাদেশের হুবাহু বাস চালানো যায় এবং বাংলাদেশের রোডে বাস চালানোর মজাই আলাদা থাকে তাই অনেকেই বাংলাদেশী বাস গেম খুঁজে থাকে। আপনাদের সুবিধার্থে বাংলাদেশের বেশ কয়েকটি বাস গেমের নাম নিচে উল্লেখ করলাম যেগুলো খেললে একদম বাংলাদেশি বাস চালাচ্ছেন এমন ফিলিংস পাবেন।
- Bus Driving Bangladesh Leak
- Bus Simulator Bangladesh
- BSBD Local Service
- Truck Go 3D
- Truck and Bus Simulator Asia
- Bus Simulator Kerala
- PBS2 Driving Simulator
বাংলাদেশি ট্রেন গেম
অনেকে যেমন বাস গেম খেলতে পছন্দ করে ঠিক তেমনি অনেক মোবাইল গেমার রয়েছে যারা বাংলাদেশি ট্রেন গেম খেলতে পছন্দ করে কিন্তু বাংলাদেশী ট্রেন গেম খুঁজে পাই না তাই আপনাদের সুবিধার্থে এখন বেশ কয়েকটি বাংলাদেশের তৈরি ট্রেন গেমের নাম জানাবো যেগুলো আপনারা যে কোন মোবাইল ফোনে বাংলাদেশী ট্রেন চালাতে পারবেন।
এছাড়া আপনি চাইলে এই গেম গুলো খেলে বাংলাদেশের পাকশী ব্রিজ কিংবা পদ্মা সেতু দিয়ে ট্রেন চালিয়ে ঢাকা কিংবা বিভিন্ন জেলায় যেতে পারবেন এবং বাংলাদেশি ম্যাপে ট্রেন চালাতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে বাংলাদেশি ট্রেন গেম কি কি রয়েছে সেগুলোর নাম জেনে নেওয়া যাক।
- Indian Railway Train Simulator
- Indian Railway Simulator
- Euro Train Simulator: Game
- DB Train Simulator
- Train Simulator Classic
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম agungame.com এবং বাংলাদেশের নতুন গেম ২০২৪ অংশে যেসব গেমের নাম জানিয়েছি সেগুলো যদি আপনারা খেলেন তাহলে বুঝবেন একদম বাংলাদেশী মাটিতে গেম খেলছেন এমন একটি ফিলিংস জাগবে। যারা বাংলাদেশী গেম খেলতে পছন্দ করে আশা করি তাদের জন্য খুবই উপকারে এসেছে।
আপনার যদি জনপ্রিয় সেরা পাঁচটি বাংলাদেশি গেম আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে ইন্সটল করতে করতে কোন অসুবিধা হয় তাহলে নিজে কমেন্ট করে সমস্যাটা জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার। এছাড়া আপনার যদি খুবই নরমাল অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনি কম এমবির সেরা গেম অংশে জানানো গেমগুলি খেলতে পারেন।