সাইপ্রাস বেতন কত ও সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৪ জানুন

সাইপ্রাসটা মূলত একটি সম্পূর্ণ দ্বীপ রাষ্ট্র এবং এই দেশটি দুইটা ভাগে ভাগ করা অর্থাৎ এক ভাগ তুর্কি শাসন করে আর আরেক ভাগ গ্রিক শাসন করে। যারা বর্তমান সময়ে সাইপ্রাস যাওয়ার কথা ভাবছেন তাদের মধ্যে একটি কমন প্রশ্ন জাগে সাইপ্রাস বেতন কত এবং সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন। তো বন্ধুরা আপনি যদি সাইপ্রাস সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য।

গ্রিক সাইপ্রাসের বেতন ও তুর্কি সাইপ্রাসের বেতন আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা, কাজের ধরন ও কর্ম ঘন্টার ওপর নির্ভর করে বেতন দেওয়া হয়ে থাকে। আপনি যদি সাইপ্রাসের বর্তমান অবস্থা এবং সাইপ্রাস বেতন কত তা জেনে না থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন তাহলে সাইপ্রাস যেতে কত টাকা লাগে এবং বেতন কত ও বর্তমান পরিস্থিতি কেমন সবকিছু জানতে পারবেন।

ভূমিকা

বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন আজকে আমরা ভূমধ্যসাগরের একটি নির্দেশ সাইপ্রাস সম্পর্কে জানব। ভূমধ্যসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ সাইপ্রাস। সাইপ্রাসের সরকারি নাম রিপাবলিক অফ সাইপ্রাস। ভূমধ্যসাগরের সাগরের মধ্যে তৃতীয় বৃহত্তম তবে সাইপ্রাস বর্তমানে একটি বিভক্ত রাষ্ট্র। দেশটি প্রধানত দুই ভাগে বিভক্ত একটি তুর্কি সাইপ্রাস এবং অপরটি গ্রিক সাইপ্রাস।

১৯৭৪ সালে সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে নেয় তুরস্ক এরপর ভিত্তিতে সামরিক অভ্যুত্থান সরকার গ্রিক সরকার এ ঘটনার পর থেকে দেশটির উত্তর অংশ তুর্কি সাইপ্রাস নামে পরিচিত আর দক্ষিণের দুই তৃতীয়াংশ গ্রিক সাইপ্রাস নামে পরিচিত।

তাহলে বন্ধুরা চলুন সাইপ্রাস সম্পর্কে আরো কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক যেমনঃ সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন, সাইপ্রাস বেতন কত? সাইপ্রাস যেতে কত টাকা লাগে ইত্যাদি সম্পর্কে।

সাইপ্রাস কি ইউরোপ

অনেকেরই মনে সাইপ্রাস নিয়ে বিভিন্ন প্রশ্ন কাজ করে যেমন সাইপ্রাস কি ইউরোপ নাকি এশিয়া দেশ।এই প্রশ্নটা নিয়ে অনেকেরই মনে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে তাই এখন আপনাদের আমি জানিয়ে দিব একদম ক্লিয়ারলি সাইপ্রাস ইউরোপ নাকি এশিয়া। এই প্রশ্নের উত্তর হচ্ছে সাইপ্রাসকে ইউরোপও বলা যায় এবং এশিয়া বলা যায় এর কারণ হচ্ছে

আরো পড়ুনঃ দুবাই ভিসার আজকের খবর বিস্তারিত

যখন এ দেশ রাজনৈতিক সমস্যার কারণে দেশটা দুই ভাগ হয়ে যায় তখন সাইপ্রাস আসলে চারটা শহর নিয়ে যে সাইপ্রাস হয় তা তাকে গ্রিক সাইপ্রাস বলা হয় আর এটা গ্রিক সাইট্রাসটা হচ্ছে মূলত নিকুশিয়া, লারনাকা, লিমাসল এবং পাপোশ এই চারটা অংশটা মূলত ইউরোপ সাইপ্রাস। আর বাকি যতোটুকু অংশ তুর্কি নিয়ে আছে সেটাকে এশিয়া সাইপ্রাস বলা হয়ে থাকে।

সাইপ্রাস দেশটি কেমন

সাইপ্রাস হচ্ছে পূর্ব মধ্যসাগরের একটা দ্বীপ যার খনিজ সম্পদ চমৎকার ওয়াইন পন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচীনকাল থেকে বিখ্যাত।। সাইপ্রাস লম্বা পাহাড়, উর্বর উপত্যকা এবং বিস্তৃত সৈকত নিয়ে গঠিত। বর্তমানে সাইপ্রাস ইউরোপ থেকে আসা দর্শনার্থীদের জন্য একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য। ৯ হাজার ২৫১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মাত্র ১৩ লাখ মানুষের বসবাস।

দেশটির সরকারি ভাষা গ্রিক এবং তুর্কি তবে দেশটিতে ইংরেজি ভাষা ব্যাপক মাত্রায় প্রচলিত দেশটির প্রায় ৫৮% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এবং বিশ্ব ২০ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সাইপ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর নিকোশিয়া দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোশিয়া অবস্থিত।

এখানকার আবহাওয়া সাধারণত গরম এবং শুষ্ক নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে চাষাবাদের মৌসুম শীতের মৌসুমে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয় আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকাল এখানকার আবহাওয়া থাকে শুষ্ক। আশা করি সাইপ্রাস দেশটি কেমন তা জানতে পেরেছেন।

সাইপ্রাস বেতন কত

যারা বর্তমানে সাইপ্রাসে বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে যেতে চান তারা অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকে সাইপ্রাস বেতন কত। সাইপ্রাসে আগের তুলনায় বেতনের অনেক পরিবর্তন হয়েছে। আর সাইপ্রাসে কাজের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হয়। প্রতিটি কাজের ভিন্ন ভিন্ন বেতন দেয়া হয়ে থাকে। তো চলুন বেশি দেরি না করে সাইপ্রাসে কোন কাজে কত বেতন তা জেনে নেওয়া যাক।

বর্তমানে বেশিরভাগ বাংলাদেশী সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকে কেননা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাইপ্রাসের ব্যাপক চাহিদা রয়েছে। সাইপ্রাসে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন হচ্ছে ৫০০ থেকে ৮০০ ইউরো যা বাংলাদেশী টাকায় যে ৬৪ হাজার টাকা থেকে ১ লাখ টাকার উপর বেতন পেয়ে থাকে। আসুন এবার সাইপ্রাসে কোন কাজে কত বেতন তার তালিকা নিচে দেওয়া হল।

পেশার নামসাইপ্রাসে গড় মাসিক বেতন
বিক্রয় ব্যবসায়ী৮০০ থেকে ১,২০০ ইউরো
হোটেল রেস্টুরেন্ট কর্মী৮০০ থেকে ১,২০০ ইউরো
কৃষি শ্রমিক১,০০০ থেকে ১,৫০০ ইউরো
নির্মাণ শ্রমিক১,২০০ থেকে ২,৫০০ ইউরো
ব্যাংক কর্মী১,৫০০ থেকে ২,৫০০ ইউরো
রেস্টুরেন্ট ম্যানেজার১,২০০ থেকে ২,০০০ ইউরো
নার্স১,৮০০ থেকে ৩,০০০ ইউরো
শিক্ষক২,৫০০ থেকে ৩,৫০০ ইউরো
আইনজীবী৩,৫০০ থেকে ৫,০০০ ইউরো
ডাক্তার৪,০০০ থেকে ৬,০০০ ইউরো
প্রকৌশলী৪,০০০ থেকে ৭,০০০ ইউরো
আইটি৫,০০০ থেকে ৮,০০০ ইউরো
অ্যাকাউন্ট্যান্ট২,০০০ থেকে ৩,০০০ ইউরো
ওয়েটার১,৫০০ থেকে ২,০০০ ইউরো

সাইপ্রাসের বর্তমান অবস্থা

যারা বর্তমানে সাইপ্রাসে নতুন আসন চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই সাইপ্রাসের বর্তমান অবস্থা জেনে তারপর আসবেন কেননা আপনি যদি কোন দেশের অবস্থা এবং পরিস্থিতি না জেনেই হুট করে চলে আসেন তাহলে আপনি হতাশায় ভুগতে পারেন। তাই এখন আমরা সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন সেই সম্পর্কে আপনাদের জানাবো।

তো এখন তুর্কি সাইপ্রাসাদের পরিস্থিতি স্টেবল আছে খুবই ভালো মোটামুটি ৬০ থেকে ৬৫ হাজার টাকার মতো স্যালারি দেওয়া হয়ে থাকে এবং সাউথ সাইপ্রাসের পরিস্থিতি আপনি যদি বৈধভাবে সাইপ্রাসে আসেন তাহলে দেড় থেকে ২ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে।

তো আসলে অনেকে দেখা যায় ভুল করে দালালদের খপ্পরে পড়ে ইউরোপটা সাইপ্রাস মনে করে তুর্কি সাইড দিয়ে সাইপ্রাসের ভিতরে অনুপ্রবেশ করে। তো আপনারা দালালদের এইসব খপ্পরে পড়বেন না একদমই অবশ্যই যাচাই-বাছাই করে নিয়ে তারপর আসবে এবং তুর্কি সাইপ্রাসের পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভালো।

ভালো জীবন যাপন এবং স্থায়ীভাবে থাকার কথা যদি ভাবেন আর যদি চান আপনি যে আমি দীর্ঘ সময় সাইপ্রাসে থাকবো এবং দেশে যাতায়াত করব লিগ্যাল সবকিছু দরকার তাহলে আমি বলব তুর্কি সাইপ্রাসটা বর্তমান পরিস্থিতি খুবই ভালো।

তো এখন আসা যাক সাউথ সাইপ্রাসের বর্তমান অবস্থা কিরকম। অনেকেই দেখা যায় যে আনলিগ্যাল ভাবে সাউথ সাইপ্রাসে আসে এবং অনেক ভোগান্তির শিকার হয় কারণ সাউথ সাইপ্রাস ইউরোপের কোন ইউনিয়নভুক্ত দেশ নয় যদি আপনারা লিগ্যাল ভাবে সাউথ সাইপ্রাসে আসেন তাহলে অনেক ভালো থাকতে পারবেন কেননা সাউথ সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসের চাইতে টাকার মান অনেক বেশি। আশা করি সাইপ্রাসের বর্তমান অবস্থা জানতে পেরেছেন।

সাইপ্রাস যেতে কত টাকা লাগে

ইন্টারনেটে সার্চ দিয়ে অনেকেই সাউথ সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানতে চেয়ে থাকে। তো তুর্কি সাইপ্রাসে যদি আপনি আসতে চান এবং যদি আপনার খুবই আত্মীয়-স্বজন সাইপ্রাসে থাকে তাহলে আপনার দেখা যাবে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে এবং সাইপ্রাসে ভালো একটি কোম্পানিতে চাকরি করতে পারবেন।

অনেকে বলবেন ৫ লক্ষ টাকা আমি অনেক বেশি বলতেছি কারন এর মধ্যে থেকে কোম্পানি কিন্তু ১ হাজার ইউরোর মত আপনার ব্যাংক গ্যারান্টি হিসেবে রেখে দিবে তো সে টাকাটা আপনার পরবর্তীতে বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন একবারে যখন ক্যান্সেলে চলে যাবেন।

আর যদি আপনি সাউথ সাইপ্রাসে আত্মীয়-স্বজনের মাধ্যমে আসেন তাহলে ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে আর যদি আপনি দালালের মাধ্যমে সাউথ সাইপ্রাসে আসেন তাহলে ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হবে। তো বন্ধুগণ আশা করি সাইপ্রাস যেতে কত টাকা লাগে তার সঠিক ধারণা পেয়েছেন।

তুর্কি সাইপ্রাস ভিসা

তুর্কি সাইপ্রাস ভিসা হচ্ছে কিনা এই প্রশ্নটা আমি বেশিরভাগই শুনতে হয় যে ভিসা কি রকম হচ্ছে অনেকে ভিসার জন্য ফাইল জমা দিয়ে রাখছেন ১ বছর হয়ে গেছে আবার ৮-৯ মাস চলতেছে এর মধ্যে কিছু লোক আসতেছে। বর্তমান সময়ের তুর্কি সাইপ্রাস ভিসা রেশিও খুব একটা ভালো নয় কেননা ভিসা হচ্ছে কিন্তু কম হচ্ছে।

একটা সময় ছিল তুর্কি সাইপ্রাস ভিসা আবেদন করলে ভিসা হয়ে যেত এমনও রেকর্ড আছে ১০-১৫ দিনে সাইপ্রাসে চলে আসতো। কিন্তু এখন বর্তমানে সাইপ্রাস ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। আর এই জটিলতার মূল কারণ এখন গভর্মেন্ট স্টুডেন্ট বলেন আর ওয়ার্ক পারমিট বলেন সকল ভিসার ক্ষেত্রে বেশ পরিবর্তন নিয়ে এসেছে।

তুর্কি সাইপ্রাস বেতন কত

যারা বর্তমান সময়ে তুর্কি সাইপ্রাসে আসতে চান তারা অনেকেই তুর্কি সাইপ্রাসের বেতন কত সে সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাদেরকে বলছি তুর্কি সাইপ্রাসে সকল পেশার মাসিক গড় বেতন হচ্ছে ৫৪,২৯৫ তুর্কি লিরা। এবং বর্তমানে তুর্কি সাইপ্রাস সর্বনিম্ন বেতন হচ্ছে ২৪,০০০ তুর্কি লিরা। এ ছাড়া বিভিন্ন পেশার ক্ষেত্রে কাজের ধরন, ডিউটি সময় এবং অনেক কিছুর ওপর নির্ভর করে বেতন দেওয়া হয়ে থাকে।

সাইপ্রাস যেতে কত বয়স লাগে

যারা সাইপ্রাস যেতে ইচ্ছুক তাদের মধ্যে একটি কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে সাইপ্রাস যেতে কত বয়স লাগে প্রথমেই আপনাকে আগে নিশ্চিত করতে হবে সাইপ্রাসে আপনি কোন ভিসায় যেতে চান। আপনি যদি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে আপনাকে স্টাডি ভিসায় আবেদন করতে হবে আর স্টাডি ভিসায় আবেদন করতে ন্যূনতম ১৮ বছর বয়স হওয়া লাগবে।

আর যদি আপনার ইচ্ছা থাকে সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার অর্থাৎ কাজের ভিসা তাহলে আপনার ন্যূনতম বয়স হতে হবে ২৬ বছর এবং কাজের অভিজ্ঞতা থাকা লাগবে দুই বছর তাহলে আপনি সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসাই যেতে পারবেন।

সাইপ্রাস থেকে ইতালি

আপনারা অনেকেই ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন সাইপ্রাস থেকে ইতালি সরাসরি যাওয়া যায় কিনা এবং সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় কিংবা ওয়ার্ক পারমিট ভিসা এসে ইতালিতে যাওয়া যাবে কিনা। অনেকে আবার দেখা যায় যে সাইপ্রাসে ছিল দীর্ঘদিন এই লোকগুলো আবার ফ্রান্স ইতালিতে চলে গেছে কিভাবে যায় এবং যাওয়া যায় কিনা এ বিষয়টা আপনাদের কাছে জানার খুব আগ্রহ তাই এখন এ সম্পর্কে আলোচনা করব।

আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি নাম ও বেতন সম্পর্কে

সাইপ্রাস থেকে ইতালি যাওয়ার ব্যাপারটা একটু আপেক্ষিক বা সম্ভব কিনা এর উত্তর হচ্ছে সাইপ্রাস থেকে সরাসরি ইতালি যাওয়ার কোন সুযোগ নেই। তবে একান্ত যদি কারো রেসিডেন্ট কার্ড থাকে বা পার্মানেন্ট রেসিডেন্ট যদি কারো থাকে তাহলে তিনি যেতে পারবেন তাছাড়া নরমালি আমাদের যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা দিয়ে ইতালি যাওয়া সম্ভব নয়।

তাহলে সাইপ্রাস থেকে ইতালি কিভাবে যাবেন? সাইপ্রাস যেহেতু ইউরোপের নন ভুক্ত দেশ সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউরোপের অন্য কোন দেশ যেমনঃ বুলগেরিয়া, সার্বেরিয়া, রোমানিয়া ইত্যাদি এরকম যে দেশগুলো রয়েছে সেখানে যেতে হবে তারপর সেখানে যাওয়ার পর বাই রোডে বিভিন্ন কৌশলে মানুষ ইতালি যেয়ে থাকে।

সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া

সাইপ্রাস থেকে আপনি অন্য কোন দেশে খুব সহজে যেতে পারবেন তবে এর জন্য আপনার প্রয়োজন হবে পার্মানেন্ট রেসিডেন্ট আপনি যদি দীর্ঘদিন গ্রিক সাইপ্রাসে থেকে পার্মানেন্ট প্রেসিডেন্ট অর্থাৎ সাইপ্রাস পাসপোর্ট নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই ইউরোপের যে কোন দেশে যেতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আশা করি সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া যায় কিনা তা জানতে পেরেছেন।

সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্নঃ তুর্কি সাইপ্রাস টাকার মান কত?

উত্তরঃ তুর্কি সাইপ্রাসের ১ টাকা সমান বাংলাদেশের ৩ টাকার ৫৪ পয়সা।

প্রশ্নঃ সাইপ্রাস মুদ্রার নাম কি?

উত্তরঃ সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো।

প্রশ্নঃ সাইপ্রাস কি সেনজেন কান্ট্রি?

উত্তরঃ সাইপ্রাস কোন সেনজেনভুক্ত কান্ট্রি নয়। এটি ইউরোপের নন ভুক্ত একটি দেশ।

প্রশ্নঃ সাইপ্রাসের ভাষা কি?

উত্তরঃ সাইপ্রাসের মানুষ দুইটি ভাষা কথা বলে একটি হচ্ছে গ্রিক ভাষা যেটা গ্রিক সাইপ্রাসে চলে এবং আরেকটি হচ্ছে তুরস্ক ভাষা যেটা তুর্কি সাইপ্রাসে চলে।

প্রশ্নঃ তুর্কি সাইপ্রাস বেসিক বেতন কত?

উত্তরঃ তুর্কি সাইপ্রাস কিংবা যে কোন দেশের বেতন কত জানা থাকে ভিসা তৈরি করতে সুবিধা হয়। বর্তমানে তুর্কি সাইপ্রাস বেসিক বেতন হচ্ছে ৫০ থেকে ৬০ লিরা।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আপনি যদি সাইপ্রাস এ যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই আপনি বৈধভাবে তুর্কি সাইপ্রাস কিংবা গ্রিক সাইপ্রাসে যেতে পারেন তবে আমি আপনাকে বলব আপনি বৈধভাবে গ্রিক সাইপ্রাসে যান এবং দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করুন এবং পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে নিন তারপর ইউরোপের অন্যান্য দেশে চলে যান।

তো বন্ধুগণ এই আর্টিকেলে সাইপ্রাস বেতন কত ও সাইপ্রাসের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছি। আশা করি আপনি এই পোস্টটি সম্পূর্ণ পড়েছেন। আপনার যদি সাইপ্রাস সম্পর্কে আর কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment