চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা ঠিকানা সহ দেখে নিন

অনেকে আছেন যাদের ত্বকে ফুসকুড়ি, দাদ বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কিন্তু কোনমতেই ভালো হয় না ভালো হওয়ার জন্য অবশ্যই একজন ভাল ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা উচিত তাই এই পোস্টে ঢাকার চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা ঠিকানা সহকারে তুলে ধরবো তাই আমাদের সাথেই থাকুন।
ত্বক হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি বিভিন্ন ধরনের কাজ করে যেমন এটি আমাদের ঠান্ডা তাপ ও ক্ষতিকারক জীবাণু থেকে রক্ষা করে। অনেকেই আছেন ত্বকে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় কিন্তু ডাক্তারের কাছে যাওয়াতে লজ্জাবোধ করেন এটা একদমই ঠিক নয় প্রতিটা রোগের ক্ষেত্রেই ভালো চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা এবং ঠিকানা সহকারে হাজির হয়েছি। সেরা ১০ জন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার তালিকা দেখতে হলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ

চর্ম রোগ বিশেষজ্ঞ কাজ কি

একজন চর্মরোগ বিশেষজ্ঞ ত্বকের অবস্থা চিকিৎসা ও নির্ণয় করতে পারে। একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তিনটি বিষয়ের উপর দক্ষতা রয়েছে যেমন চুল, চামড়া, নখ। এই চুল, নখ, চামড়ার রোগ নির্ণয় করা এবং চিকিৎসা করা তাদের কাজ। একজন চর্ম বিশেষজ্ঞ ব্রণ, চুল পড়া, নখের ছত্রাক, ত্বকের ক্যান্সার, একজিমা ইত্যাদি চিকিৎসা করতে পারেন।
আর আপনার ভিতর যদি এই সমস্যা গুলি থেকে থাকে তাহলে একজন ভাল ডাক্তার দেখানো খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়লে  ঢাকার সেরা ১০ জন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের ঠিকানা সহ বিস্তারিত জানতে পারবেন।

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা এক নজরে

  1. প্রফেসর কর্নেল ডঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান
  2. সহযোগী অধ্যাপক ডঃ লুবনা খন্দকার
  3. ডঃ আসিফ ইমরান সিদ্দিকী
  4. অধ্যাপক ডঃ এম ইউ কবির চৌধুরী
  5. অধ্যাপক ড. আহমেদ আলি
  6. প্রফেসর ডঃ এন এন হুদা
  7. প্রফেসর ডা. এ এস আবিদা সুলতানা
  8. প্রফেসর ডা. মোঃ আসিফুজ্জামান
  9. ডঃ নাহিদ পারভেজ খান
  10. ডাঃ মোঃ কামরুল হাসান

১. প্রফেসর কর্নেল ডঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান

ডঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান একজন চর্ম রোগ পাশাপাশি ওষুধেরও বিশেষজ্ঞ। তিনি কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল ভেনেরোলজি এবং চর্মরোগ বিভাগের অধ্যাপক হিসেবে আছেন এবং তিনি ব্যক্তিগত ভাবে ল্যাবএইড ডায়াগনস্টিক চেম্বারে রোগী দেখেন।
  • শিক্ষাগত যোগ্যতাঃ (ভেনেরোলজি এবং চর্মরোগ) এফসিপিএস, ডিডিভি, এমবিবিএস, এমসিপিএস
  • রোগে দেখার সময়ঃ সকাল ৮ঃ০০ টা থেকে  রাত ৯ঃ০০ টা পর্যন্ত এবং শুক্রবার  ছুটি থাকে রোগী দেখেন না।
  • ঠিকানাঃ ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড #বাড়ি নম্বর-২১, #রোড -৩ #মিরপুর #ঢাকা
  • ফোন নাম্বারঃ ০২৯০৩৩-২০৬৯

২. সহযোগী অধ্যাপক ডঃ লুবনা খন্দকার

ডঃ লুবনা খন্দকার তিনি এখন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বেনারোলজি ও চর্মরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। তিনি একজন চর্মরোগ, লেজার এবং এলার্জি বিশেষজ্ঞ চিকিৎসক।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিডিভি, এমসিপিএস, এমপিএইচ, এমবিবিএস এবং এফসিপিএস
  • রোগে দেখার সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে রাত ৯ঃ০০ টা পর্যন্ত রোগী দেখেন এবং শুক্রবার বন্ধ থাকে।
  • ঠিকানাঃ ল্যাবএইড ডায়াগনস্টিক #রুশনারা টাওয়ারের কাছে #বাড়ি নম্বর -৬ , #ব্লক-বি #মিরপুর-১, #ঢাকা-১২১৬
  • ফোন নাম্বারঃ ০১৭২৬৬৬৬২৮৮, ০২৯০২-৭৫৫০৩

৩. ডঃ আসিফ ইমরান সিদ্দিকী

ডঃ আসিফ ইমরান সিদ্দিকী তিনি একজন ত্বক, এলার্জি, নখ এবং লেজার বিশেষজ্ঞ একজন ডাক্তার।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিডিভি (থাইল্যান্ড), এমবিবিএস, এএফএমসি (বেনারোলজি ও চর্মরোগ)
  • রোগে দেখার সময়ঃ সকাল ১১ঃ০০ টা হতে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত রোগী দেখেন (শনি, সোম, বুধ) এবং বিকাল ৩ঃ০০ টা থেকে ৪ঃ০০ টা পর্যন্ত ১ ঘন্টা রোগী দেখেন রবি ও বৃহস্পতিবারে।
  • ঠিকানাঃ বাড়ি নাম্বার - ৭৩৩ #রোড নাম্বার ১১, #মিরপুর #ঢাকা
  • ফোন নাম্বারঃ ০১৭৯৩২৫৬৬০০

৪. অধ্যাপক ডঃ এম ইউ কবির চৌধুরী

ডঃ এম ইউ কবির চৌধুরী তিনি একজন চুল, এলার্জি, চর্মরোগ ও ভেনেরিওলজি বিশেষজ্ঞ। তিনি এখন বর্তমানে এমএইচ শমোরিতা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগে আছেন এবং রোগীদের চিকিৎসা করেন। 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস, এফআরসিএপি (উকে), ডিডিভি
  • ঠিকানাঃ মহা শমরিতা হাসপাতাল লিমিটেড, #পান্থপথ - ১ #ঢাকা- ১২১৫
  • ফোন নাম্বারঃ ০১৭১২১৮৪৩৩৫, ০১৭৮৬৫৫৫৬৬৬

৫. অধ্যাপক ড. আহমেদ আলি

ডক্টর আহমেদ আলি তিনি একজন এসটিডি এবং চর্মরোগ বিশেষজ্ঞ তার শিক্ষাগত যোগ্যতা আপনার
কখন একজন চর্ম রোগ বিশেষজ্ঞ। তিনি এখন প্রতিদিন ধানমন্ডির মেডিনোভা মেডিকেল সার্ভিস এ রোগে দেখেন।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিডিভি, এমবিবিএস, ডিটিএম (থাইল্যান্ড)
  • রোগে দেখার সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে রাত ৯ঃ০০ টা পর্যন্ত তিনি রোগী দেখেন শুক্রবার বন্ধ থাকে।
  • ঠিকানাঃ ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক  #বাড়ি নম্বর-৬ #ব্লক-বি #মিরপুর-১ #ঢাকা ১২১৬
  • ফোন নাম্বারঃ ০১৭৫০৫৫৭৭২২

৬. প্রফেসর ডঃ এন এন হুদা

প্রফেসর ডঃ এন এন হুদা তিনি একজন ভেনারোলজি এবং চর্মরোগ বিশেষজ্ঞ তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর ডাক্তার। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে। 
  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিডিভি, এফসিপিএস, এমবিবিএস ( চর্মরোগ ও ভেনারোলজি)
  • রোগে দেখার সময়ঃ ৯ টা হতে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত এবং বিকালে ৪.৩০ হতে রাত ১০ঃ০০ টা পর্যন্ত (রবি ও মঙ্গলবার)
  • ঠিকানাঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার #বাড়ি নম্বর-২৫ #রোড নম্বর-০৭  #উত্তরা, #ঢাকা
  • ফোন নাম্বারঃ ০৯৬১৩৭৮৭৮০৫

৭. প্রফেসর ডা. এ এস আবিদা সুলতানা

ডা. এ এস আবিদা সুলতানা তিনি একজন চর্ম রোগের বিশেষজ্ঞ তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয় চর্ম বিভাগে অধ্যাপক হিসেবে আছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি শাখাতে ব্যক্তিগত ভাবে রোগী দেখেন।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এফসিপিএস, এমবিবিএস, ডিভিডি
  • ঠিকানাঃ  পপুলার ডায়াগনস্টিক সেন্টারের #বাড়ি নম্বর-১৬ #রোড নাম্বার-০২, #ধানমন্ডি #ঢাকা ১২০৫
  • ফোন নাম্বারঃ ০১৯৬১৩৭৮৭৮০১

৮. প্রফেসর ডা. মোঃ আসিফুজ্জামান

প্রফেসর ডা. মোঃ আসিফুজ্জামান তিনি একজন এলার্জি, চর্ম , চুলের বিশেষজ্ঞ ডাক্তার। গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল এর চর্মরোগ ও ভেনরিওলজি প্রধান অধ্যাপক হিসেবে আছেন। তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস, এফসিপিএস, ডিএমসি
  • রোগে দেখার সময়ঃ বিকাল ৩ঃ০০ টা হতে ৭ঃ০০ টা পর্যন্ত রবি ও মঙ্গলবার রোগী দেখেন।
  • ঠিকানাঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার #তালবাগ, #আনন্দপুর সাভার #ঢাকা।
  • ফোন নাম্বারঃ ০৯৬১৩৭৮৭৮০৮

৯. ডঃ নাহিদ পারভেজ খান

ডঃ নাহিদ পারভেজ খান তিনি একজন চর্ম বিশেষজ্ঞ একজন ডাক্তার। চুলকানি, একজিমা, ব্রণ, কালো দাগ, ত্বকের ক্ষত ইত্যাদি  রোগের চিকিৎসা করে থাকেন। তিনি বর্তমানে মিরপুর ডিজিটাল ডায়াগনস্টিক লিমিটেড এ চেম্বারে রোগী দেখেন।

  • শিক্ষাগত যোগ্যতাঃ বিসিএস, এমবিবিএস, ডিভিভি
  • রোগে দেখার সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে সন্ধ্যা ৭ঃ০০ টা পর্যন্ত তিনি রোগী দেখেন শুক্রবার বাদে।
  • ঠিকানাঃ  বাড়ি নাম্বার-১১ #রোড নাম্বার-০১ #মিরপুর-১০ #ঢাকা-১২১৬
  • ফোন নাম্বারঃ ০১৭৪০৪৮৬১২৩

১০. ডাঃ মোঃ কামরুল হাসান

ডাঃ মোঃ কামরুল হাসান তিনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তার। 
  • শিক্ষাগত যোগ্যতাঃ বিসিএস, ডিডিভি, পিএইচডি, এমবিবিএস
  • রোগে দেখার সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে সন্ধ্যা ৭ঃ০০ টা পর্যন্ত রোগী দেখেন শুক্রবার বাদে।
  • ঠিকানাঃ তানীন ভবনেরডান অথবা বাম পাশে #দারুস সালাম রোড #মিরপুর ১ # ঢাকা ১২১৬। 
  • ফোন নাম্বারঃ ০১৭৪০৪৮৬১২৩

আপনার কখন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত

চর্ম রোগের কিছু লক্ষণ রয়েছে যেগুলি আপনার শরীরে দেখা দিলে একজন চর্মরোগ বিশেষজ্ঞর ডাক্তার দেখানো প্রয়োজন। চর্ম রোগের লক্ষণ গুলি কি কি সেগুলি নিচে দেওয়া হল।
  • ত্বকে ফুসকুড়ি
  • অতিরিক্ত ব্রণ
  • একজিমা
  • বিভিন্ন সংক্রমণ
  • চুল পড়া
  • বার্ধক্য লক্ষণ
  • নখের বিভিন্ন সমস্যা
  • ত্বকের রং পরিবর্তন
  • ত্বকে দাগ সৃষ্টি হওয়া
  • আমবাত
  • তোকে জ্বালাপোড়া করা

উপসংহার

আপনার যদি ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তবে অবহেলা না করে একজন ভালো চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন তা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে ঢাকার চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা এবং আপনার কখন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত সেই সম্পর্কে আপনাদের জানিয়েছি। 

আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন এবং কোন প্রশ্ন থেকে থাকে তবে নিচে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টটি মনোযোগ সহকারে দেখার। এই ওয়েবসাইটে সকল বিষয়ে নানা রকম তথ্য দেওয়া হয় তাই বিভিন্ন রকম তথ্য পেতে ওয়েবসাইটটিতে প্রতিনিয়ত চোখ রাখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu 360 BD নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url