৩০টি সেরা ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড ফ্রি

আজকের এই আর্টিকেলে ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড এবং সেরা ৩০টি ফটো এডিটিং অ্যাপস সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে আমরা সবাই চাই যে নিজের ছবিটা সুন্দর করে এডিট করে সোশ্যাল মিডিয়া গুলোতে আপলোড করতে কিন্তু আমরা অনেকেই ফটো এডিট করার ভালো সফটওয়্যার খুঁজে পাই না তাই এই পোস্টে সেরা ছবি এডিট করার সফটওয়্যার গুলো সম্পর্কে আপনাদের জানাবো।
৩০টি সেরা ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড ফ্রি
বর্তমানে ছবি এডিট করা কিছু কিছু মানুষের পেশা এবং কিছু মানুষের নেশা হয়ে গিয়েছে। সবাই চাই যে সোশ্যাল মিডিয়া গুলোতে অন্য ছবিগুলো সুন্দর দেখে নিজের ছবিগুলো সেই ভাবে এডিট করতে চাই। তাই এই পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা ৩০টি ছবি এডিট করার সফটওয়্যার যা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আজীবন ব্যবহার করতে পারবেন তো চলুন ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোস্ট সূচীপত্রঃ 

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

এই ডিজিটাল যুগে এখন অনেক মানুষই আছেন যাদের মোবাইল ভালো কিন্তু ছবি ভালো আসে না এছাড়া আপনার চাইতে আপনার বন্ধু-বান্ধবদের মোবাইল অনেকটাই কমা তারপরেও তাদের ফোনে ভালো ছবি আসে এর কারণ হচ্ছে তারা ছবি তোলার পর সেই ছবিটাকে সুন্দরভাবে এডিট করে নেয় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। 
মোবাইল ফোনে ছবি ভালো আস কিংবা না আসুক একটু পরিষ্কার ছবি আসলেই সেই ছবিটাকে আপনি মোবাইল দিয়ে এডিট করে ঝকঝকে বানিয়ে ফেলতে পারবেন কিভাবে সেজন্য নিচে ছবি এডিট করার ৩০টি সফটওয়্যারের নাম দেওয়া হল এবং ছবি এডিট করার অ্যাপস গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
  • PicsArt
  • Snapseed
  • Adobe Photoshop Camera
  • Pixlr
  • Adobe Lightroom
  • Instagram
  • Google Photos
  • Pixtica
  • Facetune 2
  • AirBrush
  • Presets & Filters - Koloro
  • InstaSquare Photo Editor
  • Photoroom AI Photo Editor
  • Photo Studiо
  • PicsKit Photo Editor & Design
  • Pomelo Camera – Photo editor
  • Photo Editor Pro - Square Pic
  • Mirror Lab
  • Presets for Lightroom
  • VSCO: Photo Editor
  • Photoleap: Photo Editor
  • AI Preset & Filter For Lr
  • Fotogenic : Face & Body Editor
  • EPIK - AI Photo & Video Editor
  • Pixtica: Camera and Editor
  • Lightleap by Lightricks
  • Lensa: photo editor
  • Bazaart: Design & Photo Editor
  • Pixelcut AI Photo Editor
1. PicsArt: আমাদের মধ্যে প্রায় সকলেই ছবি এডিট করতে ভালোবাসে আর ফটো এডিটর হিসেবে PicsArt খুবই জনপ্রিয় একটি অ্যাপ যা অনেকেই ব্যবহার করে থাকে। এই PicsArt এ অনেক ফিউচার রয়েছে যেমনঃ AI সুবিধা, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফেস ইসমুথ ইত্যাদি। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যা ১ বিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এবং ৪ পয়েন্ট রেটিং।

2. Snapseed: এই অ্যাপসটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। এই Snapseed অ্যাপসটি ও বেশ জনপ্রিয় একটি ফটো এডিটিং অ্যাপস। এই অ্যাপসে বিভিন্ন ফিউচার রয়েছে যা ব্যবহার করে আপনার ফটোকে করতে পারেন খুবই উজ্জ্বল এবং চকচকে। এই অ্যাপস এর সাহায্যে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এছাড়া Enhance, Makeup, Skin Tone ইত্যাদি এই সকল টুল ব্যবহার করে

আপনার ছবিকে আরো সুন্দর করে তুলতে পারবেন। বর্তমানে এই অ্যাপসটি প্লে স্টোরে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে তাহলে বুঝতেই পারছি না একটি কত জনপ্রিয় একটি অ্যাপ।

3. Adobe Photoshop Camera: এটিও খুবই অসাধারণ একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা ছবি তোলার সময় যে কোন ফিল্টার ব্যবহার করে ছবি তুলতে পারবেন এবং ছবিটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। Adobe Photoshop Camera দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিলে অনেকেই আপনাকে জিজ্ঞেস করবে কোন ক্যামেরা দিয়ে ছবি তুলেছো।

এই অ্যাপসটি আপনারা বর্তমানে প্লে স্টোরি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং এই ছবি এডিটর অ্যাপসটি প্লে স্টোরে ৪.৬ রেটিং এবং ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি।

4. Pixlr: এই অ্যাপসটিতে আপনারা দুই মিলিয়নেরও বেশি ইফেক্ট ফিউচার পেয়ে যাবেন যা আপনার ছবিকে করে তুলবে আরো সুন্দর। এই অ্যাপসটি প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ইন্সটল করতে পারবেন এবং এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি এবং Pixlr মোবাইল অ্যাপের রেটিং ৩.৮ অন্যান্য অ্যাপের তুলনায় একটু কম তবে অ্যাপটি ছবি এডিটরের দিক দিয়ে অনেকটাই ভালো।

5.Adobe Lightroom: এই অ্যাপটির সাথে প্রায় অনেকেই পরিচিত খুবই জনপ্রিয় একটি অ্যাপ। আপনার ছবিকে যদি বিভিন্ন কালারের পরিবর্তন করতে চান তাহলে এই অ্যাপটি হবে আপনার জন্য বেস্ট একটি ছবি এডিট করার অ্যাপ হবে। এই অ্যাপটির মূল ফিউচার হচ্ছে আপনার ছবি এডিট করার পর আপনার ছবির কোয়ালিটি একদম ঠিক ভাবে ধরে রাখবে।

6. Instagram: আমরা অনেকেই জানি যে ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ তবে আপনি চাইলে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি ব্যবহার করে খুবই সুন্দর সুন্দর ফিল্টার ইউজ করে ছবি তুলে সেই instagram এ পোস্ট দিতে পারবেন। এই অ্যাপসে এমন এমন সেলফি ফিউচার রয়েছে যা অন্যান্য অ্যাপে নেই।
7. Google Photos: বর্তমানে গোটা বিশ্বকেই তাক লাগি দিয়েছে এই গুগল। গুগলের প্রতিটি অ্যাপস এবং যেকোনো জিনিস খুবই অসাধারণ ঠিক তেমনি Google Photos অ্যাপটি ব্যবহার করে আপনার ছবিটিকে বিভিন্নভাবে এডিটিং করতে পারবেন। এই অ্যাপসে এমন কিছু ফিউচার রয়েছে যা আপনার ছবিকে খুবই পরিষ্কার এবং উজ্জ্বল করে তুলবে। অনেকেই ছবি এডিট করার জন্য Google Photos সফটওয়্যারটি ব্যবহার করে।

8. Pixtica: এটি হচ্ছে ক্যামেরা এবং একটি এডিটিং অ্যাপস আপনি চাইলে এই অ্যাপসটির ক্যামেরাও ব্যবহার করে এডিট করতে পারবেন অথবা ম্যানুয়াল ভাবেও ছবি এডিট করতে পারবেন। এই এপস টি বর্তমানে প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি এবং এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে ১ মিলিয়নেরও বেশি এবং রেটিং এর কথা বললে ৪.৩ রেটিং যা অনেক ভালো একটি অ্যাপ বোঝাই।

9. Facetune 2: এই অ্যাপটি হচ্ছে খুবই আধুনিক একটি অ্যাপস কারণ আপনারা চাইলে এই অ্যাপটি দিয়ে Ai এর মাধ্যমে ফটো কিংবা ভিডিও এডিটিং করতে পারবেন। এই অ্যাপটি প্লে স্টোরে ৪.৪ রেটিং এবং ডাউনলোড হয়েছে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি তাহলে বুঝতে পারছেন কেরকম একটি অ্যাপ। এই অ্যাপটি সেলফি তোলার জন্য বেস্ট একটি অ্যাপ।

10. AirBrush: এই অ্যাপটির সাহায্যে আপনার ছবিকে এক ক্লিকে আরো পরিষ্কার এবং কালারফুল করে তুলতে পারবেন বর্তমানে এই অ্যাপটি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন এবং এই অ্যাপটি প্লে স্টোরে ডাউনলোড হয়েছে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি এবং রেটিং ৪.১ পেয়েছে যা অনেক ভালো একটি ফটো এডিটর এপস।

মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার

বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রতিযোগিতা চলছে ছবি আপলোড দিয়ে অর্থাৎ কি ভাল সবচেয়ে ছবি তুলতে পারছে এবং ছবি এডিট করতে পারছে সেটাই মূল বিষয়। কারো কারো ছবি এডিট করা পেশা হয়ে গিয়েছে কিংবা কারো কারো ছবি এডিট করা নেশা হয়ে গেছে। 

মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবিটা কে সুন্দর করতে হলে এডিট করার প্রয়োজন আর সুন্দর ভাবে এডিট করতে হলে ভালো এডিটর সফটওয়্যারের প্রয়োজন। সেজন্য আপনাদের সুবিধার্থে নিচে মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা ৮টি সফটওয়্যার এর নাম উল্লেখ করলাম।
  • Adobe Lightroom
  • PicsArt
  • Snapseed
  • AfterFocus
  • Photoshop Express
  • FaceApp
  • Photo Editor - Polish
  • YouCam Perfect

সেরা ৫টি ছবি এডিট করার সফটওয়্যার ফ্রি

এই অংশে এমন কিছু মোবাইলের ছবি এডিট করার সফটওয়্যার এর নাম জানাবো যেগুলো আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ইন্সটল করে আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে শুরু করে যা যা এডিট করা লাগে সব রকমের ফিউচার এই অ্যাপসগুলোতে পেয়ে যাবেন চলুন তাহলে ছবি এডিট করার সেরা ৫টি সফটওয়্যারের নাম জেনে নেওয়া যাক।
  • LightX AI Photo Editor
  • Photo Editor - Lumii
  • Sketchbook
  • B612 AI Photo Editor
  • PICNIC - photo filter for sky

ছবি এডিট করার apps

এখন আমি আপনাদের জানাবো আপনার একটি নরমাল ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকেই ডিএসএলআর ক্যামেরার মত ব্লার করবেন এবং যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লার করবেন সেটি কিভাবে বিভিন্ন রকমের কালারিং করবেন সেই এপস এর নাম জানাবো। ছবি এডিট করার apps এর নাম হচ্ছে PhotoRoom যা আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন।
প্রথমে প্লে স্টোর থেকে ইন্সটল করে ছবি এডিট করার অ্যাপসটি ওপেন করবেন। তারপর আপনার যে ছবিটি এডিট করতে চান সেটি সিলেক্ট সিলেট করে দিবেন তারপর কতটুকু ব্লার করতে চাচ্ছেন সেটি সিলেট করে Done বাটনে ক্লিক করলেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকেই ব্লার হয়ে যাবে।

ফটো এডিটিং সফটওয়্যার

ফটো তোলা তো অনেক সহজ কিন্তু সেই ফটোটা এডিট করে সুন্দর বানানো বেশ কঠিন। আপনার ছবিটাকে অর্থাৎ ফটোটাকে যদি এডিটিং করে সুন্দর বানাতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটি ভালো ফটো এডিটিং সফটওয়্যার। প্লে স্টোরে অনেক ফটো এডিটিং সফটওয়্যার রয়েছে তবে তার মধ্যে থেকে সেরা ৫টি সফটওয়্যারের নাম নিচে উল্লেখ করা হলো।
  • Lightroom Photo & Video Editor
  • Remini - AI Photo Enhancer
  • Photoshop Express Photo Editor
  • FaceApp: Perfect Face Editor
  • Picsart AI Photo Editor

ফটো এডিট করার ভালো এপ্স কোনটি

বর্তমান সময়ে আপনাকে যদি আমি ফটো এডিট করার ভালো অ্যাপস এর কথা বলি তাহলে প্রথমেই বলবো Lightroom. এই অ্যাপসটি অনেক জনপ্রিয় একটি এপস যার মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ভাবে কালারফুল করতে পারবেন যে কেউ বুঝতেই পারবে না এটি আপনি মোবাইল দিয়ে করেছেন। 
Lightroom এর মাধ্যমে আপনারা কম্পিউটারে ছবি এডিট করতে পারবেন। দ্বিতীয়তে ফটো এডিট করার ভালো অ্যাপস হচ্ছে Remini. এই অ্যাপটি ফটোকে এমন ভাবে পরিষ্কার করে যে ঝাপসা ফটো একদম উজ্জ্বল করে দেয় তাই আপনার মোবাইলের যদি ক্যামেরা দুর্বল হয়ে থাকে তাহলে এই ২টি ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন।

পিক এডিট করার সফটওয়্যার

পিক এডিট করার সফটওয়্যার তো অনেক রয়েছে তবে ভালো সফটওয়্যার খুঁজে পাওয়া বেশ কঠিন।তাই আপনাদের সুবিধার্থে নিচে বেশ কয়েকটি পিক এডিট করার ভাল সফটওয়্যার এর নাম জানালাম যা যে সফটওয়্যার গুলি আপনার ফোনে ইন্সটল করে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন।
  • Snapchat
  • Snapseed
  • PicsKit Photo Editor
  • Lightroom Photo Editor
  • Adobe Capture: Illustrator
  • Polish Photo Editor

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে ৩০টির ও বেশি ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়েছি। আশা করি আপনি সম্পূর্ণ পোস্টটি পড়েছেন। আপনি যদি ভালোভাবে ছবি এডিট করতে চান তাহলে এই আর্টিকেলে জানানো এই অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন খুবই চমৎকার অ্যাপস।

তবে এই অ্যাপগুলোর সব রকমের ফিউচার ব্যবহার করতে হলে ব্যবহারের নিয়ম জানা লাগবে তাছাড়া আপনি ভালোভাবে এডিট করতে পারবেন না। আপনার যদি খুবই নরমাল মোবাইল হয়ে থাকে কিংবা ভালো মোবাইল হয়ে থাকে কিন্তু ভালো ছবি উঠে না তাহলে এই অ্যাপগুলোতে এডিট করে আপনার ছবিকে আরো সুন্দর করতে পারবেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu 360 BD নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url