জান্নাতি ২০ সাহাবীর নাম | শ্রেষ্ঠ সাহাবীদের নাম (অর্থসহ)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। হযরত মুহাম্মদ (সাঃ) জীবন যাপনের সময় যারা ইসলাম গ্রহণ করেছে এবং অল্প সময়ের জন্য হলেও হযরত মুহাম্মদ (সাঃ) এর সাথে সাক্ষাৎ করেছেন তারাই মূলত সাহাবী। আমরা সবাই জানি যে দুনিয়াতে থাকতে বেশ কয়েকজন সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন তাদের নাম আমরা অনেকেই জানিনা তাই এই পোস্টে জান্নাতি ২০ সাহাবীর নাম ও শ্রেষ্ঠ সাহাবীদের নাম আপনাদের জানাবো।
জান্নাতি ২০ সাহাবীর নাম | শ্রেষ্ঠ সাহাবীদের নাম (অর্থসহ)
আমরা সবাই জানি যে দুনিয়াতে থাকতে ১০ জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন শুধু তাই নয় বরং আরো অনেক সাহাবী দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন কিন্তু আমরা অনেকে সেই জান্নাতী সাহাবীদের নাম জানিনা তাই এই আর্টিকেলে জান্নাতি ২০ সাহাবীর নাম এবং শ্রেষ্ঠ সাহাবীদের নাম আপনাদের জানাবো।
পোস্ট সূচীপত্রঃ 

জান্নাতি ২০ সাহাবীর নাম

আশারায়ে মুবাশশারাহ ১০ জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এক হাদিসে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এই আশারায়ে মুবাশশারাহ বলতে এ কথা বুঝানো হয়নি কিন্তু যে মাত্র ১০ জনকে সুসংবাদ দেয়া হয়েছে আর বাকি অন্যদেরকে দেওয়া হয়নি বরং সাহাবায়ে একরামদের ১০ জনকে একটি হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে।
সেজন্য এদেরকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবী বলা হয়ে থাকে। জান্নাতের ১০ জন সাহাবীর নাম খুব সহজে মনে রাখতে পারবেন প্রথম ৪ জন খালিফা এবং দুই সাদ। চলুন তাহলে জান্নাতের ১০ সাহাবীর নাম এবং সবমিলিয়ে জান্নাতি ২০ সাহাবীর নাম কি তা জেনে নেওয়া যাক।

সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ৪ জন খলিফার নাম
  • উমর (রাঃ)
  • আবু বকর (রা:)
  • উসমান (রাঃ)
  • আলী (রা:)
যেসব আশারায়ে মুবাশশারা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী রয়েছেন তাদের নামের তালিকা নিচে দেওয়া হল যা দেখে আপনারা জান্নাতি ২০ সাহাবীর নাম কি তা জেনে নিতে পারবেন।
  1. আবু বকর সিদ্দিক (রাঃ)
  2. হযরত উমর (রাঃ)
  3. হযরত উসমান (রাঃ)
  4. হোসাইন ইবনে আলী (রাঃ)
  5. ওমর ইবনুল খাত্তাব (রাঃ)
  6. আলী ইবনে আবু তালিব (রাঃ)
  7. ইব্রাহিম ইবনে মুহাম্মদ (রাঃ)
  8. তালহা ইবনে উবাই বিল্লা (রাঃ)
  9. আবু উবাইদা ইবনুল জাররা (রাঃ)
  10. ওসমান ইবনে আফফান (রাঃ)
  11. উমায়ের ইবনে ওয়াহাব (রাঃ)
  12. বাশার হাবিব বিনতে মাসলামা (রাঃ)
  13. সালমান আল ফার্সি (রাঃ)
  14. হাসান ইবনে সাবিত (রাঃ)
  15. হযরত সা'দ (রাঃ)
  16. হযরত হামজা (রাঃ)
  17. হযরত আব্দুর রহমান (রাঃ)
  18. হযরত জিয়াদ বিন হারিদ (রাঃ)
  19. হারিছা ইবনে নুমান (রাঃ)
  20. যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
তারপরে ৩১৩ জন বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে তাদেরকেউ জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং যারা খন্দকের যুদ্ধে হাজির হয়েছেন তাদেরকেও জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। যারা হুদায় বিহাল সন্ধিতে হাজির হয়েছেন ১৩০০ - ১৪০০ সাহাবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। 

এমনকি যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরা হাদিদ এ মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করেছেন এবং আজীবন ঈমানের ওপর ছিলেন সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সুসংবাদ দিয়েছেন।

শ্রেষ্ঠ সাহাবীদের নাম - সাহাবীদের নামের তালিকা

আমরা যেহেতু মুসলিম তাই ইসলামের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রিয় পাঠক আপনি যদি শ্রেষ্ঠ সাহাবীদের নাম এবং সাহাবীদের নামের তালিকা না জেনে থাকেন তাহলে এখন আপনাদের সাহাবীদের নামের তালিকা উল্লেখ করব যার দ্বারা আপনারা সঠিক তা জানতে পারবেন এবং আপনার যদি কোন শিশু থেকে থাকে তাহলে আপনার শিশুর সাহাবীদের নামে রাখতে পারেন।

অনেকেই নিয়াত নিয়েছেন যে ছেলে সন্তান হওয়ার পর সাহাবীদের নামে নাম রাখবেন তাই আপনাদের সুবিধার্থে নিচে শ্রেষ্ঠ সাহাবীদের নাম এবং সাহাবীদের নামে তালিকা উল্লেখ করা হলো। চলুন আমরা জেনে নেই ৩০ জন পুরুষ সাহাবীর নাম।
  • হযরত আবু বক্কর (রাঃ)
  • হযরত উমর ফারুক (রাঃ)
  • হযরত উসমান (রাঃ)
  • হযরত আলী মোর্তাজা (রাঃ)
  • হযরত হামজা (রাঃ)
  • হযরত জায়েদ বিন হারেছা (রাঃ)
  • হযরত আবু কাওসার সুলাইম (রাঃ)
  • হযরত আবু মারাছাদ গাননাভি (রাঃ)
  • হযরত মারছাদ বিন আবু মারাছাদ (রাঃ)
  • হযরত উবাইদা বিন হারেছা (রাঃ)
  • হযরত তোফায়েল বিন হারেস (রাঃ)
  • হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
  • হযরত আউফ বিন উশাশা (রাঃ)
  • হযরত আবু হুজাইফা (রাঃ)
  • হযরত ছালেম (রাঃ)
  • হযরত সুহইব বিন সিনান (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাস (রাঃ)
  • হযরত উক্কাশা বিন মিহশান (রাঃ)
  • হযরত শুজা বিন ওহাব (রাঃ)
  • হযরত উতবা বিন রাবিআহ (রাঃ)
  • হযরত ইয়াজিদ বিন রুকাইশ (রাঃ)
  • হযরত আবু সিনান (রাঃ)
  • হযরত সিনান বিন আবু সিনান (রাঃ)
  • হযরত মুহরীজ বিন নাযলা (রাঃ)
  • হযরত রাবিয়া বিন আক্সাম (রাঃ)
  • হযরত হাতেব বিন আমর (রাঃ)
  • হযরত মালেক বিন আমর (রাঃ)
  • হযরত মিদলাজ বিন আমর (রাঃ)
  • হযরত সাদ বিন খাওলা (রাঃ)
  • হযরত মাসাউদ বিন সাদ (রাঃ)

জান্নাতি ১০ সাহাবীর নাম

এই অংশে আপনাদের জান্নাতি ১০ সাহাবীর নাম জানিয়ে দিব আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর এমন ১০জন সাহাবীর নাম বলবো যারা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সাহাবীদের এই বিশেষ মর্যাদা দেয়ার কারণ রয়েছে সেই সময় হযরত মুহাম্মদ (সাঃ) এর চরম দুরদিনে যারা জীবনের ঝুঁকি নিয়ে তার পাশে থেকেছেন 

এবং তার সেই সংগ্রামে হাজারো নির্যাতন সহ্য করেছেন দুনিয়ার সব ভোগ-বিলাসিতা সাথে ত্যাগ করেছেন সামাজিক প্রতিপত্তি বিসর্জন দিয়েছেন পৃথিবীর আর কোন যুগের মানুষের পক্ষেই তা করা সম্ভব হবে না এই সকল সাহাবীর মধ্যে কিছু সাহাবী আছেন যাদেরকে আবার বিশেষ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে এমন ১০জন বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারাহ।

পৃথিবীতে থাকতে মহান আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা ছাড়াও আরো কিছু সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তো চলুন জেনে নেই জান্নাতি ১০ সাহাবীর নাম কি।
  • হযরত আবূ বাকর সিদ্দীক (রা)  ( ইসলামের প্রথম খলিফা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রধান সাহাবী ছিলেন )
  • হযরত উমার বিন খাত্তাব (রা) ( প্রধান সাহাবীদের মধ্যে অন্যতম ও ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন )
  • হযরত উসমান বিন আফফান (রা) (তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং কোয়ালিফা হিসেবে তিনি চারজন খোলাফায়ে রাশেদীনের একজন)
  • হযরত আলী বিন আবি তালিব (রা) (তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর চাচাই তো ভাই ছিলেন)
  • হযরত আবূ উবাইদাহ বিন জাররাহ (রা)
  • হযরত যুবাইর বিন আওম (রা)
  • হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রা)
  • হযরত আবদুর রহমান বিন আওফ (রা)
  • হযরত তালহা বিন উবায়দুল্লাহ (রা)
  • হযরত সাঈদ বিন যায়দ (রা)

পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

অনেক মুসলিম ভাই ও বোনেরা পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ খোঁজার জন্য গুগলে সার্চ করে থাকেন তাদেরই জন্য আজকের এই আর্টিকেলের অংশটি মূলত। এই অংশে সকল পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহকারে নিচে দেয়া হল যা দেখে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন ইসলামে পুরুষ সাহাবী কারা কারা ছিলেন।

আ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের ও মেয়েদের

আপনারা যারা ইন্টারনেটে আ দিয়ে সাহাবীদের নাম খুঁজছেন তাদের সুবিধার্থে নিচে ছেলে ও মেয়েদের উভয়েরই আ দিয়ে সাহাবীদের নাম উল্লেখ করা হলোঃ
  • আওস ইবনে জুবায়ের
  • আওস ইবনে মিয়ার
  • আওস ইবনে সাবিত
  • আওস ইবনে সালাবা
  • আরকাম ইবনে আবিল আরকাম
  • আকিল ইবনে আবি তালিব
  • আত্তাব ইবন আসাইদ
  • আওস ইবনে আস সামিত
  • আওস ইবনে খালিদ
  • আওস ইবনে খালিদ ইবনে কুরত
  • আইয়াশ ইবনে আবি রাবিয়া
  • আইয ইবনে আমর
  • আইয ইবনে মাইস
  • আইয ইবনে সাঈদ
  • আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ
  • আবু আমর হাফস ইবনে মুগীরা
  • আবু আহমাদ ইবনে জাহাশ
  • আবু উবাইদা ইবনুল জাররাহ
  • আবু উমামাহ আল-বাহিলি
  • আবু কাতাদাহ ইবনে রাবী
  • আবু কাতাদাহ আল আনসারী
  • আউস ইবনে খাওলা
  • আওন ইবনে মালিক
  • আত্তাব ইবনে সালিম আত তায়মী
  • আবদুল্লাহ ইবনে উবাই
  • আবদুল্লাহ ইবনে' আমর ইবনুল আস
  • আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাতমি
  • আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি
  • আবদুল্লাহ ইবনে উমর
  • আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম
  • আবদুল্লাহ ইবনে জাফর
  • আবদুল্লাহ ইবনে জাহাশ
  • আবদুল্লাহ ইবনে সালাম
  • আবদুল্লাহ ইবনে সালামা
  • আবদুল্লাহ ইবনে সুহাইল
  • আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমী
  • আব্দুল্লাহ বিন তারিক
  • আবু বশির
  • আবু বারযাহ আল আসলামি
  • আদ্দাস
  • আদি ইবনে আয যাগ‌বা
  • আদি ইবনে হাতিম
  • আনাস ইবনে মালিক
  • আবদুল্লাহ ইবনুল জুবায়ের
  • আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী
  • আবদুর রহমান ইবনে আউফ
  • আবদুর রহমান ইবনে হারিস
  • আবদুর রহমান ইবনে আবু বকর
  • আবদুর রহমান ইবনে শিব‌ল
  • আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই
  • আবদুল্লাহ ইবনে আব্বাস
  • আব্দুল্লাহ ইবনে আবি আওফা
  • আবদুল্লাহ ইবনে আবু বকর
  • আবদুল্লাহ ইবনে আতিক
  • আবু বুরদা ইবনে নাইয়ার
  • আবু তালহা আনসারী
  • আবু দারদা
  • আবু দুজানা সিমাক বিন খারাসা
  • আবু মাসুদ আল-আনসারী
  • আবু মূসা আল আশয়ারি
  • আবু যার আল-গিফারী
  • আব্বাদ ইবনে বিশর
  • আব্বাস ইবনে উবাদা
  • আব্বাস ইবনে মিরদাস
  • আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
  • আম্মার ইবনে ইয়াসির
  • আবদুল্লাহ ইবনে তারিক
  • আবদুল্লাহ ইবনে মাখরামা
  • আবদুল্লাহ ইবনে মাজউন
  • আবদুল্লাহ ইবনে মাসউদ
  • আবদুল্লাহ ইবনে যায়িদ
  • আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম
  • আবদুল্লাহ ইবনে রাওয়াহা
  • আবদুল্লাহ ইবনে সালাবা
  • আনাস ইবনে নাদার
  • আবদ-ইয়া-লাইল ইবনে আমর
  • আম্মারা ইবনে হাযম
  • আবান ইবনে সাঈদ ইবনুল আস
  • আবু আইয়ুব আনসারি
  • আবু বকর ইবনে আবি কুহাফা

র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ

আপনারা যারা বাচ্চাদের কিংবা মেয়েদের জন্য র দিয়ে সাহাবীদের নাম খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তাদের সুবিধার্থে নিচে র দিয়ে অনেক সাহাবীর নাম তালিকা অনুসারে দেওয়া হলো আপনার যেই নামটি পছন্দ সেটি আপনার বাচ্চা কিংবা মেয়ের জন্য রাখতে পারেন।
  • রিফায়া ইবনে আবদুল মুনযির
  • রাফি ইবনে ইয়াজিদ
  • রাফে ইবনে খাদিজ
  • রাবিয়া ইবনে আল-হারিস
  • রামালাহ বিনতে আবি সুফিয়ান
  • রায়হানা বিনতে জায়েদ
  • রাবিয়াহ বিন আমিররাবিয়া বিন আমের
  • রুশাইদ বিন রুবিরশিদ বিন রাবিদ
  • রুশাইদ আল ফার্সিরশিদ আল ফারসি
  • রুফাইদা আল আসলামিয়া
  • রাবিয়া আল তাইমি
  • রাবাহ ইবনে যায়েদ রারাবাহ বিন যায়েদ
  • রাবাহ আল সালামিরাবাহ আল সালামি

স দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের

আমরা অনেকেই বাচ্চাদের ইসলামিক নাম রাখতে চাই সাহাবীদের মত নামে। আপনাদের যাদের ছেলে সন্তান রয়েছে তারা চাচ্ছেন যে সেই ছেলে সন্তানের স দিয়ে সাহাবীদের নামে নাম রাখবেন তাহলে আপনার সুবিধার্থে নিচে অনেকগুলো স দিয়ে সাহাবীদের নাম উল্লেখ করা হলো।
  • সাদ ইবনে খাইসামা
  • সাবিত ইবনে ওয়াকশ
  • সাবিত ইবনে কায়েস
  • সাবিত ইবনে দাহ্‌দাহ
  • সামুরা ইবনে জুন্দুর
  • সাঈদ ইবনে আমির আল জুমাহি
  • সাইদ ইবনুল আস
  • সাদ ইবনে মুয়াজ
  • সাদ ইবনে যায়িদ আশহালি
  • সাদ ইবনে রাবি
  • সাদ ইবনে হাবতা
  • সাদ ইবনে আবি ওয়াক্কাস
  • সাফওয়ান ইবনে উমাইয়া
  • সাফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব
  • সাফিয়া বিনতে রাবিয়া
  • সাঈদ ইবনে যায়িদ
  • সাওবান ইবনে নাজদাহ
  • সাহল ইবনে হান্‌যালিয়া
  • সালামা আবু হাশিম
  • সালামা ইবনে হিশাম
  • সালামা ইবনুল আকওয়া
  • সালিম মাওলা আবু হুজাইফা
  • সাহল ইবনে সাদ
  • সাহল ইবনে হানিফ
  • সায়িব ইবনে খাল্লাদ
  • সুরাকা ইবনে মালিক
  • সুহাইব ইবনে সিনান আর রুমি[৪]
  • সুহাইল ইবনে আমর
  • সুওয়াইবা আল-আসলামিয়াহ
  • সুমামা ইবনে উসাল
  • সুলায়মান ইবনে সুরাদ
  • সালমা ইবনে সালামা
  • সালমান আল ফারিসী
  • সালমান ইবনে রাবিয়া

ম দিয়ে সাহাবীদের নাম অর্থসহ

আমরা অনেকেই ম দিয়ে যেসব সাহাবীদের নাম রয়েছে তা জানি না তাই আপনাদের সুবিধার্থে আপনারা যদি বাচ্চাদের নাম রাখেন কিংবা ম দিয়ে সাহাবীদের নাম জানতে চান সেই সুবিধার্থে নিচে অনেকগুলো ম দিয়ে সাহাবীদের নাম উল্লেখ করা হলো।
  • মাজমা ইবনে জারিয়া
  • মিকদাদ ইবনে আসওয়াদ
  • মিসতাহ ইবনে উসাসা
  • মিহজান ইবনুল আদরা
  • মিহরায ইবনে নাদলা
  • মুগীরা ইবনে নাওফাল
  • মুসআব ইবনে উমাইর
  • মুহাম্মাদ ইবনে আবি বকর
  • মুহাইয়াসা ইবনে মাসউদ
  • মুগীরা ইবনে শুবা
  • মুজায্‌যার ইবনে যিয়াদ
  • মুবাশির ইবনে আবদুল মুনযির
  • সাদ ইবনে উবাদা
  • সাদ ইবনে খাইসামা
  • সাবিত ইবনে ওয়াকশ
  • মাআন ইবনে আদি
  • মাজাশি ইবনে মাসউদ
  • মুহাম্মদ ইবনে মাসলামা
  • মালিক ইবনে আনাস
  • মালিক ইবনে নুয়ায়রাহ
  • মুখতার আল সাকাফি
  • মুসয়াব ইবনে যুবায়ের
  • মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান
  • মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ
  • মুনযির ইবনে আমর
  • মুনজির ইবনে মুহাম্মাদ আল আনসারী
  • মারওয়ান ইবনুল হাকাম
  • মারসাদ ইবনে আবু মারসাদ আলগানাবি
  • মালিক ইবনে হুয়াইরিস
  • মাসলামা ইবনে মুখাল্লাদ
  • মাহজা ইবনে সালেহ
  • মায়ায ইবনে আফরা
  • মুয়াজ ইবনে জাবাল
  • মিকদাদ ইবনে আমর
  • মুয়াইকিব ইবনে আবু ফাতিমা

ন দিয়ে সাহাবীদের নাম

আপনার বাচ্চাকে যদি সাহাবীদের নামে ডাকা যায় তাহলে শুনতে অনেক ভালো লাগবে তাই অনেকেই কি করে তাদের বাচ্চাদের সাহাবীদের নামে নাম রাখে। সাহাবীদের নামগুলো অনেক সুন্দর এবং ইসলামিক হয়ে থাকে। আপনার বাচ্চার জন্য যদি ন দিয়ে সাহাবীদের নাম খুঁজে থাকেন সেজন্য নিচে অনেকগুলো ন দিয়ে সাহাবীদের নাম উল্লেখ করা হলোঃ
  • নুসাইবা বিনতে কাব
  • নুয়াইম ইবনে আবদুল্লাহ
  • নুমান ইবনে বশির
  • নুমান ইবনে মুকাররিন
  • নুয়াইমান ইবনুল হারিস
  • নুয়াইম ইবনে মাসুদ
  • নাওফিল ইবনে হারিস
  • নুমান ইবনে আজলান

ফ দিয়ে সাহাবীদের নাম

যারা ফ দিয়ে বাচ্চাদের নাম রাখবেন তাই ফ দিয়ে সাহাবীদের নাম খুঁজছেন তাদের জন্য নিচে বেশ কয়েকটি ফ অক্ষরের সাহাবীদের নাম ছেলে ও মেয়েদের উল্লেখ করা হলো।
  • হযরত ফাতিমা ( রাঃ )
  • হযরত ফাইরুজ আল দাইলামি ( রাঃ )
  • হযরত ফাতিমা বিনতে খাত্তাব ( রাঃ )
  • হযরত ফাদল ইবনে আব্বাস ( রাঃ )
  • হযরত ফুযালা ইবনে উবাইদ ( রাঃ )
  • হযরত ফারওয়াহ বিনতে আমর ( রাঃ )

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

আশারায়ে মুবাশ্বিরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১২ জন মহিলা সাহাবীদের নাম। প্রিয় বন্ধুগণ হযরত মুহাম্মদ (সাঃ) এর মারফত কতিপয় পুরুষ সাহাবীর পাশাপাশি কিছু মহিলা সাহাবীকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন। 
কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের বিষয়টি সুপ্রসিদ্ধ হলেও মহিলা সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের সম্পর্কে খুব কম মানুষই জানেন তাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবতী মহিলা সাহাবীদের মধ্যে ১২ জনের নামের তালিকা তুলে ধরা হলো যদিও তাদের সংখ্যা আরো বেশি।
  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ) ( হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)
  • ফাতেমা (রাঃ) (হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা)
  • উম্মে সুলাইম (রাঃ) (আবু তালহা (রাঃ) এর স্ত্রী)
  • সুমাইয়া (রাঃ) (ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারী)
  • হযরত আয়েশা (রাঃ) (হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)
  • উম্মে হারাম বিনতে মিলহান (রাঃ) (আনাস (রাঃ) এর খালা)
  • মরিয়ম বিনতে ইমরান (আ.)
  • হাফসা (রাঃ) ( হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)
  • আসিয়া (রাঃ) (ফেরাউনের স্ত্রী)
  • গুমায়সা বিনতে মিলহান (রাঃ)
  • রবি বিনতে মুআওযায।
  • সুরাইয়া আল আসাদিয়া।

কোরআনে বর্ণিত সাহাবীর নাম

অনেকেই জানতে চেয়ে থাকেন কোরআন মাজিদে বর্ণিত আছে কোন সাহাবীর নাম। পবিত্র কোরআনে কোন সাহাবীর নাম নাই শুধুমাত্র একজন সাহাবী ছাড়া। শুধুমাত্র একজন ভাগ্যবান সাহাবী এর নাম পবিত্র কালামে উল্লেখ রয়েছে যার নাম হচ্ছে হযরত জায়েদ ইবনে হারিসা (রাঃ)। তিনি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী ও তার পালিত পুত্র।

হযরত জায়েদ ইবনে হারিসা (রাঃ) তিনি ছিলেন নবীজির ১০ বছরের ছোট সে মোতাবেক তার জন্ম হয়েছে ৫৮১ খ্রিস্টাব্দে। আরো বলা হয় চন্দ্র বছরের হিসাবে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি জন্মগ্রহণ করেছেন বনু-কালব গোত্রের উধ্রা বংশে। 

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেল পর্বে জান্নাতি ২০ সাহাবীর নাম এবং শ্রেষ্ঠ সাহাবীদের নাম জানানোর চেষ্টা করেছি আশা করি আপনি পোস্টটি পড়েছেন যদি কোন ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটি ধরিয়ে দিবেন। আশা করি আপনি এই পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। আমরা যেহেতু মুসলিম তাই আমাদের ইসলাম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।

এই আর্টিকেলে আরো জানিয়েছি পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ এবং র, স, ম ইত্যাদি দিয়ে সাহাবীদের নাম যা দেখে আপনাদের ছেলে ও মেয়ের নাম রাখতে পারেন। আপনার যদি কোন প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu 360 BD নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url